1. [email protected] : Bayezid :
  2. [email protected] : ICT : ICT
  3. [email protected] : Palash Residential Model College : Palash Residential Model College

উপাধ্যক্ষের বাণী

জ্ঞানই শক্তি,শিক্ষাই জীবন। বর্তমান বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার প্রতিটিক্ষেত্রে আজ প্রতিযোগিতায় মুখর। বিষয়টি বিবেচনায় রেখে আধুনিক মানসম্মত বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার দৃঢ় অঙ্গীকার নিয়ে নরসিংদী জেলার পলাশ উপজেলার প্রাণকেন্দ্র পলাশ বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠা করেছি “পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ”। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পারে একটি জাতিকে অজ্ঞতার-অন্ধকার থেকে শিক্ষার আলোকোজ্জ্বল জগতে নিয়ে আসতে। প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ,আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর “পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ”। শিক্ষার্থীদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক,সাংস্কৃতিক,নৈতিক ও মুক্তিযুদ্ধের চেতনায় মূল্যবোধ সম্পন্ন হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ” পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ”।

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪ পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ                                                                                                                                   কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited